ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু!

বার্তা বিভাগ
মার্চ ২৯, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার,ব্রাক্ষণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে বুধবার (২৭/৩) দুপুরে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে। তারা হচ্ছে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি(৬) ও তার চাচাতো বোন আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া(৫)।
জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খুঁজাখুজির পর বেলা ২ টার দিকে তাদের লাশ ওই পুকুরে ভেসে উঠে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান জাকারুল হক ও বিদ্যাকুট বাজারের ডা.মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]