আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ সানোয়ার হোসেন (২৭) নামের ১ ব্যক্তি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার মহেশপুর গ্রামের রংপুর-ঢাকা মহাসড়কে অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বনোকগ্রামের মীর মোঃ আঃ সালামের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে
এসআই মিজানুর রহমান, এএসআই আহসান হাবীব, এএসআই মুকুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায়
রংপুর ঢাকা মহাসড়কের উপজেলার মহেশপুর গ্রামের জনৈক সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে মহাসড়কে ঠাকুরগাঁও- চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহি বাস (রেজি নং-রংপুর-ব-১১-০০১৮) তল্লাশিকালে ১০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা) উদ্ধারসহ সানোয়ার হোসেনকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়। এ ছাড়াও তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।