সৈয়দ আবু ইউসুফ মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যাত্রাপুর এ কে উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি আজ সকাল ১০ টা ঘটিকা থেকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে পর্যায় ক্রমে উপস্থিত বক্তারা তাদের বক্তব্য পেশ করেন।এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, মো: শফিকুল ইসলাম,ম্যানিজিং কমিটির সদস্য,সৈয়দ তৈয়বুর রহমান, মো: আব্দুল্লাহ স্বপন,মো:আলাউদ্দিন, মো:আল- আমিন, সৈয়দ শাহিন, বাংগরা বাজার থানার স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, রাজিব কর রাজু, অত্র প্রতিষ্ঠানের সহ- প্রধান শিক্ষিকা, মোসা: রাশিদা আক্তার, সিনিয়র শিক্ষক, মাও:নজরুল ইসলাম সরকারসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক জনাব, মো: শফিকুল ইসলাম বলেন,আজ 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই মাসেই বাঙালি জাতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের ডাকে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা স্বাদ গ্রহণ করতে পেরেছি। প্রিয় ছাত্ররা আপনারা জানেন এই স্বাধীনতা এইভাবে আসে নাই এই স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করার করতে হয়েছে ছাত্র জনতা, আবাল, বৃদ্ধ, বনিতা, চাকুরিজীবী, ব্যবসায়ী সবাই মিলে আমরা এটা স্বাধীন করেছি। তাই আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য যতটুকু শ্রম দেওয়া দরকার ততটুকু আমরা দিবো, এটাই আপনাদের কাছে আমার আহবান।