ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিজলায় অভয়াশ্রমে প্রশাসনের অভিযান; ৬১ জেলে আটক

বার্তা বিভাগ
মার্চ ২৫, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ২ মাসের
অভয়াশ্রম চলছে।

এ দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে।

তাই জেলেরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে আসছে।

রবিরার বিকালে থেকে সড়াশি অভিযান করেন উপজেলা প্রশাসন সহ
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

মেঘনা নদীতে নৌ পুলিশের একটি চৌকস টিম ও র‌্যাবের একটি দল নিয়ে এ অভিযান
পরিচালনা করা হয়।

সরকারের নিদের্শনা অমান্য করে মাছ শিকার করার দায়ে ৬১ জেলেকে আটক করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সংবাদকর্মীদের জানায়, দুই মাসের অভয়াশ্রমে মাছ শিকার দন্ডনীয় অপরাধ।

জেলেরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকারের অপরাধে ৬১ জন জেলেকে আটক করি।

পরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করে দিয়েছি।

আটক ৬১ জন জেলের মধ্যে ৭ জন জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত
কুমার সিংহ ১ মাসের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

৫২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও বাকি ২ জনকে নগদ ৫ হাজার টাকা
করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]