ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় দরিদ্র দের মাঝে ইফতার বিতরণ করেছে চরভদ্রাসন থানা পুলিশ

বার্তা বিভাগ
মার্চ ২৫, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় দরিদ্র রোজদারদের মাঝে ইফতার বিতরণ করেছে চরভদ্রাসন থানা পুলিশ। সোমবার বিকেল পাঁচটার দিকে সদর ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে ইফতার বিতরণ করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।

সদর বাজার ব্রিজের উপর ৪০ জন দিনমজুর, রিকশাচালক ও পথচারিকে ইফতার বিতরণ করা হয়। পরে সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ও ওই এলাকার দরিদ্র ১১০ জনসহ মোট ১৬০ জনের মাঝে ইফতার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক মিয়া, এএসআই মো. দেলোয়ার মোল্যা, এএসআই মনিরুজ্জামান ও পুলিশ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]