ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জমি-জমা বিরোধে দু’দলের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

বার্তা বিভাগ
মার্চ ২৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-জমা বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে আজিজল ইসলাম (৫৩) নামের ১ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজল মিয়া ওই গ্রামের মৃত কাছু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে জনৈক সিদ্দিক মিয়ার সাথে আজিজল ইসলামের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ১১ টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় দলের মধ্যে সংঘর্ষ হলে আজিজল ইসলামসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত
আজিজল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধে আজিজল ইসলাম নামে ১ জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]