নাসিরা সুলতানা, (আদমদিঘী, বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামীলীগের দুই নম্বর ওয়ার্ড শাখার সহ সাধারন সম্পাদক আব্দুর রশিদ ব্যক্তিগত তহবিল থেকে পোঁওতা গ্রামের পাঁচটি অসহায় ও দুস্থ পরিবারের প্রত্যককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা
প্রদান করেছেন। মঙ্গলবার ইফতারের আগে সান্তাহার পৌর শহরের পোঁওতা তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসা প্রঙ্গন আর্থিক সহায়তা প্রদান শেষে সেখানে ২৫জন শিক্ষার্থীর হাতে ইফতার তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরমান হোসেন পলাশ, পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাঙ্গা, আব্দুল মান্নান, ওসাসিম ও নেহাল আহম্মেদ প্রমূখ। আব্দুর রশিদ বলেন, তিনি গত নির্বাচনে পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। তখন থেকে মানুষের বিপদে আপদে পাশে রয়েছেন। এরই ধারাবাহিকতায় এলকায় এই রমজান মাসে নানা সমস্যায় সম্মুখিন হওয়া পাঁচ জন মানুষকে আর্থিক সহায়তা প্রদান এবং মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছেন।