হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ২ মাসের অভয়াশ্রম চলছে।এ দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
তাই জেলেরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে আসছে।
রবিরার বিকালে সড়াশি অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
মেঘনা নদীতে নৌ পুলিশের একটি চৌকস টিম নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারের নিদের্শনা অমান্য করে মাছ শিকার করায় ২৫ জেলেকে মেঘনা নদী থেকে আটক করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সংবাদকর্মীদের জানায় দুই মাসের অভয়াশ্রম মাছ শিকার দন্ডনীয় অপরাধ।
জেলেরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকারের অপরাধে ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ জন জেলেকে আটক করি।
পরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করে দিয়েছি।
আটক কৃত ২৫ জন জেলের মধ্যে ২২ জন জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বাকি ৩ জনকে নগদ ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।