হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে রাজনৈতিক দ্বন্দ্বে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির রহস্যজনক মৃত্যু হয়। সয়াবিনের মাঠ থেকে লাশ উদ্ধার উদ্ধার করা হয়। শনিবার সকাল ১০ টার সময় ধুলখোলা ইউনিয়নের পালপাড়া ৭ নং মাছঘাট সংলগ্ন পালপাড়া আওয়ামীলীগের সভাপতি জামাল মাঝি (৫৫) এর লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ধুলখোলা ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী ও কালাম বেপারী আওয়ামীলীগের দুটি গ্রপের মাছঘাট দখল , নদীতে জাহাজে চাদাবাজি ভুমি দখল সহ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ লেগে থাকে।
তার ধারাবাহিকতায় একাধিক মানুষের জীবন দিতে হয়েছে।
গত শুক্রবার জামাল উদ্দিন ঢালীর গ্রপের একজনকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
তার পাল্টা প্রতিশোধে এ হত্যাকান্ড হয়েছে বলে দাবী করেন নিহত জামাল মাঝির পরিবার।
নিহত জামাল মাঝির স্ত্রী আখিনুর জানায়, গতকাল মারামারির পর থেকে স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাত ২ টার দিকে আমার মেয়ে ফোন দিলে আমার স্বামী জানায় তিনি ভালো আছেন।
পরে সকাল ৮ টার দিকে স্থানীয় একজন জানায় সয়াবিন ক্ষেতে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে রেখে গেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, নিহত জামাল মাঝির গলা সহ বুকে একাধিক কোপের আঘাত রয়েছে।
তবে যেখানে মরদেহ রয়েছে সেখানে কোন রক্তের চিহ নেই।
পরিবারের দাবী রাজনৈতিক দ্বন্ধে জামাল ঢালীর গ্রপের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর বলেন নির্বাচন পরবর্তিতে ধুলখোলা ইউনিয়নের একাধিক বার সংর্ঘষ হয়েছে।
তবে তাদের নিয়ন্ত্রন করার সবোচ্ছ চেষ্টা করছি।
প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।তদন্তে করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।