ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্যাস সংকট চরমে;  ভোগান্তিতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার স্থানীয় জনগণ

বার্তা বিভাগ
মার্চ ১৬, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অমরঞ্জন মজুমদার: ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর বড় মাদ্রাসা থেকে কবরস্থান পর্যন্ত প্রায় ৫০০ পরিবার নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছেন।

দু:খের বিষয় হচ্ছে, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও গ্যাস সংকটে রয়েছেন তারা। মাঝে মাঝে রাতে একটু একটু আসে; আবার রাতেই চলে যায়। যথাযথ সময়ে শিশুদের খাবার প্রস্তুত করতে না পারায়  মারাত্মক ঝামেলা পোহাতে হচ্ছে পরিবারগুলোকে।

পবিত্র রমজান মাসে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন গ্যাস সংকটে থাকা পরিবারের সদস্যরা। ১৬ ই মার্চ শনিবার রিপোর্টার সরজমিনে ঘুরে দেখেন, বিষয়টি খুবই কষ্টদায়ক ও ভোগান্তির চরম পর্যায়ের। গ্যাস সংকটে থাকা দক্ষিণ যাত্রাবাড়ীর স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি দেখার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনায় করেন। স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো – দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন, চাঁন মিয়া, আব্দুর রশীদ, নাজমা বেগম, হাজী কামরুল ইসলাম, নারগিস আক্তার, লিটন মিয়া সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]