শহিদুল ইসলাম আকন্দ,স্টাফ রিপোর্টারঃ– গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে মোখলেছুর রহমান মাস্টারের বাড়ির আঙ্গিনায় কৃষক-কৃষাণীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সরকার ও কৃষি অধিদপ্তরের বিভিন্ন দিক নির্দেশনার প্রতি গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন-প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির,বিশেষ অতিথি- মোঃ সাদেক হোসেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মধ্যে-শামসুল আলম, মুশফিকুর রহমান,মোশরেফুর রহমান সৌরভ ও সাংবাদিক শহিদুল ইসলাম আকন্দ,শামসুল হক, হারুন অর রশিদ(রাজু),কৃষাণীদের মধ্যে হোসনে আরা বেগম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলী আজম,উপসহকারী কৃষি কর্মকর্তা ধোপাডাঙ্গা।
উঠান বৈঠক শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন ফলের চারা ও সবজি বীজ প্রদান করা হয়।