ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরগঞ্জে পারিবারিক পুষ্টিবাগান স্থাপনে উঠান বৈঠক

বার্তা বিভাগ
মার্চ ১১, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম আকন্দ,স্টাফ রিপোর্টারঃ– গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে মোখলেছুর রহমান মাস্টারের বাড়ির আঙ্গিনায় কৃষক-কৃষাণীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সরকার ও কৃষি অধিদপ্তরের বিভিন্ন দিক নির্দেশনার প্রতি গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন-প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির,বিশেষ অতিথি- মোঃ সাদেক হোসেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মধ্যে-শামসুল আলম, মুশফিকুর রহমান,মোশরেফুর রহমান সৌরভ ও সাংবাদিক শহিদুল ইসলাম আকন্দ,শামসুল হক, হারুন অর রশিদ(রাজু),কৃষাণীদের মধ্যে হোসনে আরা বেগম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলী আজম,উপসহকারী কৃষি কর্মকর্তা ধোপাডাঙ্গা।
উঠান বৈঠক শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন ফলের চারা ও সবজি বীজ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]