ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে গ্রাম পুলিশদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

বার্তা বিভাগ
মার্চ ১১, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে সদরের গ্রাম পুলিশদের ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স (দ্বিতীয়) সোমবার ১১ (মার্চ) সদর উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য
রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,গাইবান্ধা সদর থানার ওসি
(তদন্ত) সেরাজুল ইসলাম, উপজেলা আনসার অফিসার শাহীন মিয়া, গাইবান্ধা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল,
রওশন হাবীব, শাহীন নুরী প্রমুখ।

উল্লেখ্য, এ (দ্বিতীয়) প্রশিক্ষণ কোর্সে সদর উপজেলার ৩৯ জন গ্রাম পুলিশ অংশ গ্রহন করেন। এর আগে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কোর্সে ৫০ জন গ্রাম পুলিশ কোর্স সম্পন্ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]