ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই– এম.পি বাঁধন

বার্তা বিভাগ
মার্চ ১০, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাসিরা সুলতানা, (আদমদিঘী- বগুড়া ) প্রতিনিধি: ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। দেশরত্ন
শেখ হাসিনা সরকার সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছে।
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের অন্যান্য স্থানের মত আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলাকে
স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। গতকাল শনিবার সন্ধ্যায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে
নাগরিক কমিটি কর্তৃক নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সান্তাার নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলাপরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল, সাবেক সান্তাহার পৌর মেয়র প্রবীন আ’লীগ নেতা গোলাম মোর্শেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম
সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান
পিয়াল, সুমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান, সান্তাহার পৌর প্যানেল মেয়র
জার্জিস আলম রতন, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজা, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান
জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মশিউর রহমান সজল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]