ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘আশার আলো সোসাইটি’র বর্ণাঢ্য আয়োজন

বার্তা বিভাগ
মার্চ ১০, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাশাপাশি সারাবিশ্বে বর্ণাঢ্য আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৮ই মার্চ “আন্তর্জাতিক নারী দিবস” ২০২৪।
দিবসটি উপলক্ষে, আশার আলো সোসাইটি এইবারের প্রতিপাদ্য বিষয় “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”— সামনে রেখে দিবসটি বর্ণাঢ্য ভাবে উৎযাপন করে।
আশার আলো সোসাইটি একটি বেসরকারী কমিউনিটি বেস্ড উন্নয়নমূলক সংস্থা যা এইচআইভি পজিটিভ এবং অন্যান্য কমিউনিটির যেমন যৌনকমীর্, হিজড়া [৩য় লিঙ্গ] জনগোষ্ঠীদের নিয়ে পরিচালিত। উক্ত কমিউনিটির সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং নারীদের জন্য বিনিয়োগের মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ ও স্বাবলম্বী করার লক্ষ্যে আশার আলো সোসাইটি এই দিবসটি উৎযাপন করে।


আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উৎযাপনের লক্ষ্যে “আশার আলো সোসাইটি” ৬ ই মার্চ ২০২৪ বুধবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে আয়োজিত র‌্যালীতে অংশগ্রহণ করা হয় যা ঢাকা বিশ^বিদ্যালয়ের সুইমিংপুল গেট হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে যেয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, ইউ এন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান ও বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালী—তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, ডিএনএ ল্যবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর, উপপরিচালকের কার্যালয় ঢাকা, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমিতিসমূহ, বিভিন্ন মহিলা সংগঠন এবং এনজিও সংস্থাসমূহের প্রতিনিধি ও সদস্যগণ অংশগ্রহণ করেন।
দুপুর ০৩:০০ঘটিকা হতে ০৬:০০ঘটিকা পর্যন্ত গদিঘর রায়ের বাজার ৩৪নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরের কার্যালয়স্থ কমিউনিটি সেন্টারে একটি সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন এবং উক্ত ওয়ার্ডের নেতৃস্থানিয় পর্যায়ের ব্যক্তিবর্গগণ। শুরুতে ফুলেল তোরণ দিয়ে অতিথিবৃন্দদের শুভেচ্ছা জানানো হয় এবং প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। তারপর অন্যান্য ব্যক্তিগণ যেমন উক্ত এলাকার সম্মানিত নেতৃস্থানিয় ব্যক্তিগণ ও বাংলাদেশে হিজড়া সংগঠনের নেতৃত্বদানকারী জয়া সিকদার সভাপতি, সম্পূর্ণা, উপস্থিত ছিলেন এবং তিনি নারীদের পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীরাও যাতে তাদের অধিকার রক্ষায় সমাজে পিছিয়ে না থেকে নারিদের সাথে সমানতালে এগিয়ে যেতে পারে সরকারের নিকট সেই আশা ব্যাক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত বক্তব্য প্রদাণ করেন রিফাত মুনমুন, প্রধান, বাংলা ভাষা শাখা, আইইউবি, [পরিচালক, কমিউনিকেশন এন্ড পার্টনারশীপ, ZE প্রকল্প]।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক [ভারপ্রাপ্ত] মোহাম্মদ আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন লোকজনের সাথে আশার আলো সোসাইটির স্টাফ, এবং বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে হিজড়া জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দেশাত্বোবোধক গান, কবিতা আবৃত্তি, হিজড়াদের জিবনী নিয়ে নাটক, পুথিঁ পাঠ ইত্যাদির পর প্রধান অতিথির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে, ৭ই মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে “আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (WE CAN BANGLADESH)” এর আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে আশার আলো সোসাইটি এবং সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণ করে। কর্মসূচিটি প্রতিনিধিত্ব করেছেন WECAN এর নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক। আশার আলো সোসাইটি ও সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে সমাজের সর্বস্তরের নারী, হিজড়া [৩য় লিঙ্গ], যৌনকমীর্, শত শত সাধারণ নারী পুরুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি ঘটে, অনুষ্ঠানটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আয়োজকবৃন্দের কর্ণধার, হিজড়া [৩য় লিঙ্গ] এর পক্ষ হতে একজন, বাসা বাড়িতে কাজ করেন [কাজের বুয়া] শ্রেণী হতে একজন তাদের সাথে ঘটে যাওয়া নির্যাতনের বক্তব্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টগণ দিবসটির গুরুত্ব, নৈতিক অধিকার রক্ষা ও আগামীর স্বপ্নীল বাংলাদেশ তথা বৈষম্যহীন বাংলাদেশ সম্পর্কে বক্তব্য প্রদাণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তব্য শেষে ৮ই মার্চ রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করে সকলে এক মিনিট নীরবতা পালন করেন এবং শপথের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত দিবসটি পালন করতে অর্থ দিয়ে সহায়তা করেন Sex Workers and Allies South Asia (SWASA) এবং “আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (WE CAN BANGLADESH)
সর্বশেষে ০৮ই মার্চ সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি—র উপস্থিতিতে ওসমানি মিলনায়তনে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানেও আশার আলো সোসাইটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]