ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কা‌লিগ‌ঞ্জে আন্তর্জা‌তিক নারী দিব‌স উদযা‌পনে বর্ণাঢ‌্য র‍্যালি ও আ‌লোচনা সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
মার্চ ৮, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(স্টাফ রিপোর্টার) সাতক্ষীরা: নারীর সমঅ‌ধিকার, সমসু‌যোগ এগি‌য়ে নি‌তে হোক বি‌নিয়গ এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে ৮ মার্চ আন্তর্জা‌তিক নারী দিব‌স উদযা‌ন উপলক্ষে বর্ণাঢ‌্য শোভাযাত্রা ও আ‌লোচনা সভা অসু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

দিবস‌টি পাল‌নে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮মার্চ শুক্রবার বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গণ থে‌কে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি উপ‌জেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।

পরবর্তী‌তে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ দীপু।
‌শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ আ‌নোয়ার হো‌সেন, লে‌ডিস ক্ল‌বের সম্পাদিকা ইলা‌দেবী ম‌ল্লিক, দি-হাঙ্গার প্রজে‌ক্টের প্রতি‌নি‌ধি রা‌সেল আহ‌মেদ, ওয়ার্ড ভিশ‌নের প্রতি‌নি‌ধি গোলাম দস্তাগীর, সুশীলন মিশন মহিলা উন্নয়ন সংস্থা নারী উন্নয়ন সংগঠন প্রেরণা বিন্দু দি হাঙ্গার প্রজেক্ট ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠা‌নের সা‌র্বিক তত্ববধায়‌নে ছি‌লেন ম‌হিলা বিষয় অ‌ধিদপ্ত‌রের সুপারভাইজার জয়‌দেব দত্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]