আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা বিচার বিভাগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৭ মার্চ) জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানের শরুতেই বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পন,পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা কয়।
গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হোসেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, জেলা বারের সভাপতি ও পিপি মোঃ ফারুক আহমেদ প্রিন্স, জেলা বারের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মোঃ আলমগীর, দুদকের পাপলিক প্রসিকিউটর আবু আলা মোঃ সিদ্দিকুল ইসলাম রিপু, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসেন,
আলোচনা সভায় ৭ই মার্চের ভাষনের প্রবন্ধ উপস্থাপন করেন, গাইবান্ধার পলাশবাড়ী সহকারী জজ মোঃ শাফি উল্লাহ।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, সহকারী জজ আবু তাহের।