ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বিচার বিভাগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

বার্তা বিভাগ
মার্চ ৭, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা বিচার বিভাগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৭ মার্চ) জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানের শরুতেই বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পন,পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা কয়।

গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হোসেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, জেলা বারের সভাপতি ও পিপি মোঃ ফারুক আহমেদ প্রিন্স, জেলা বারের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মোঃ আলমগীর, দুদকের পাপলিক প্রসিকিউটর আবু আলা মোঃ সিদ্দিকুল ইসলাম রিপু, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসেন,

আলোচনা সভায় ৭ই মার্চের ভাষনের প্রবন্ধ উপস্থাপন করেন, গাইবান্ধার পলাশবাড়ী সহকারী জজ মোঃ শাফি উল্লাহ।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, সহকারী জজ আবু তাহের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]