ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদমদিঘীতে  ঐতিহাসিক ৭মার্চ  উপলক্ষে কর্মসূচি পালিত

বার্তা বিভাগ
মার্চ ৭, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাসিরা সুলতানা (আদমদীঘি -বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে।

আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়  উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ম্যুঁরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ এর  সভাপতিত্বে আলোচনা সভা  পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে-  উপস্থিত ছিলেন স্থানীয়  সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাধন। এছাড়া আদমদিঘী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মাহমুদুর রহমান পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]