নাসিরা সুলতানা (আদমদীঘি -বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে।
আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ম্যুঁরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে- উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাধন। এছাড়া আদমদিঘী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মাহমুদুর রহমান পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগন উপস্থিত ছিলেন।