আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ওমর ফারুক (৩০) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত
ওমর ফারুক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সরকারটারী গ্রামের আফজাল হোসেনের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে
এসআই আব্দুল গোফাফার, এএসআই সাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে
রোববার (৩ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের সজিব ইট ভাটার পূর্ব পার্শ্বে রংপুর- ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান চালায়। এ সময় সৈয়দপুর-সিরাজগঞ্জগামী সোনার মদিনা পরিবহন যাত্রীবাহী বাস (রেজিঃ সিরাজগঞ্জ মেট্রো ব ১১-০০৪৯) তল্লাশি কালে আড়াই কেজি শুকনা গাঁজা যার অনুমানিক মুল্য ৬৫ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী ওমর ফারুক (৩০)কে আটক করে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।