ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় নকল নবীশ এসোসিয়েশনের নির্বাচন প্রার্থীদের জমজমাট প্রচারণা

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর সাব-রেজিস্টার অফিসের নকল নবীশ এসোসিয়েশন (রেজিঃ নং বি-১৭৪৬) এর ত্রি-বার্ষিক নির্বাচন/২০২৪কে সামনে রেখে চলছে জমজমাট প্রচারণা।

প্রার্থীদের প্রচারাভিযানে সরগম শহরের অলিগলি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। বিজয় ছিনিয়ে আনতে তারা চষে বেড়াচ্ছেন সর্বত্র। এসোসিয়েশনের উন্নয়নের নানা অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে টানছেন প্রার্থী ও সমর্থকরা। সাবরেজিস্টার অফিসের ভিতর বাহির পোস্টার ঝুলিয়ে ছেয়ে দেয়া হয়েছে।

এবারে ভোটার সংখ্যা ৯৩ জন। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ২৯ জন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, মহিলা সম্পাদিকা পদে ২ জন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ১জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সদস্য পদে ৪ জন। আগামী মঙ্গলবার (৫ মার্চ) অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]