ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়া সান্তাহারে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদক সেবীকে দন্ড

বার্তা বিভাগ
জানুয়ারি ২৪, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

নাসিরা সুলতানা, (আদমদীঘি –বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে সান্তাহার ‘খ’ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আজ বেলা আড়াই ঘটিকার সময় শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা করে ছয়জন মাদক সেবী কে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য সান্তাহার সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ছয় জন মাদক সেবীকে মাদকদ্রব্য সেবনের সময়  হাতেনাতে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুমানা আফরোজের নিকট হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত দন্ডপ্রাপ্তরা হলো নওগাঁ জেলার সদর থানার হালঘোষ পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রায়হান আলী (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, দাসকান্দি গ্রামের রইচ উদ্দিনের ছেলে রিমন হোসেন (২০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, সান্তাহার পৌর শহরের বড়ো মালশন গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৯) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড, একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে বাপ্পি (২৩) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড, সান্তাহার পৌর শহরের নিউকলোনী মহল্লার টুকুর ছেলে বাপ্পি (২৯) কে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড, ঈদগাহ মাঠ মহল্লার আবু বক্করের ছেলে উজ্জ্বল হোসেন (৪০) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ বুধবার বিকেলে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]