ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জানুয়ারি ২৪, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, জেলা বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবীর, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তোজাম্মেল হক, ডাঃ রোকেয়া সাত্তার, ডাঃ রেজাউল করিম শিপলু,ডাঃ শেখ মাসুদ, ডাঃ সাজ্জাদুর হায়দার শাহীন, ডাঃ রাকিবুল আলম চয়ন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও হাসপাতালে রোগীদের ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র গ্রহন করা হবে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশকিছু গুরুত্বপুর্ন পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com