ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪০ জন হতদরিদ্র মানুষের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক শীতবস্ত্র বিতরণ 

বার্তা বিভাগ
জানুয়ারি ২২, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার, (স্টাপ-রিপোর্টার) সাতক্ষীরা:

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবে অনন্য বছরের তুলনায় এ বছরের শীতের প্রভাব তীব্রতার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের কল্যাণে শীতবস্তুর বিতরণে এগিয়ে এলেন সাংবাদিকরা।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে ২২ জানুয়ারি সোমবার বিকাল তিনটায় কালিগঞ্জ প্রেস ক্লাবের হল রুমে উপজেলার হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৩টায় এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সংস্থার আয়োজনে উপজেলা এর হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিজ নিজ অবস্থান থেকে সমাজের অবহেলিতদের সহায় হয়ে পাশে দাঁড়াতে হবে।

জিও, এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে। কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র এ উদ্যোগকে সাধুবাদ জানায়, কেনোনা তারা শীতার্ত মানুষের সহায় হয়ে এগিয়ে এসেছে। অনুষ্ঠানে হত দরিদ্র ৪০ জন ব্যক্তিকে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে মানব সেবায় এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখা ।

প্রচন্ড শীতের সময় কম্বল পেয়ে হতদরিদ্র মানুষ কিছুটা হলেও একটু শান্তির নিঃশ্বাস ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]