ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বার্তা বিভাগ
জানুয়ারি ২১, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয়ে অসহায়-দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থা মোহাম্মদ ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শিবালয় উপজেলার উথুলী এলাকায় মোহাম্মদ ইলিয়াছ হোসাইন কমার্শিয়াল বিল্ডিং চত্বরে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল পেয়ে উথুলী এলাকার ৭০ বছর বয়সী বিশা জানান, চলতি শীতে খুব কষ্ট হলেও কেউ খোঁজ রাখেনি কিন্তু ইলিয়াস আমাদের দিকে চোখ তুলে তাকাইছে। তীব্র শীতে কম্বল পেয়ে আমি অনেক খুশি।

মোহাম্মদ ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস হোসেন কম্বল বিতরণের বিষয়ে বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। শুধু এবারই নয়, দীর্ঘদিন ধরেই আমি ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে অসহায় মানুষের জন্য কাজ করছি। এমনকি করোনার ভয়াবহ সময়গুলোতে শিবালয়, ঘিওর, দৌলতপুর উপজেলার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ মুরব্বি মো আফছার উদ্দিন,
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মাহবুব, সিংগাইর এয়ার ট্রাভেলসের মমিনুর রহমান, মানিকগঞ্জ বন্ধু মহলের এডমিন জয়নুল আবেদিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com