ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুভেচ্ছা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর নবীন বরণ, সনদ ও পুরস্কার বিতরণ

বার্তা বিভাগ
জানুয়ারি ২০, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাওঁ জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতেশুভেচ্ছা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউড এর নবীনবরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ডিগ্রী কলেজ হল রুমে শুভেচ্ছা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অত্র প্রতিষ্ঠানের পরিচালক এস এম শামিমের সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভূল্লী ডিগ্রী কলেজের সন্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মোঃ জুলফিকার আলী। তিনি বলেন, একজন সফল উদ্দোক্তা কখনো চাকুরির অপেক্ষায় থাকে না বরং সে নিজেই প্রতিষ্ঠান তৈরি করে, কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এজন্য সবাইকে কাজ করতে হবে।

বিশেষ অতিথী হিসেবে আরো বক্তব্য রাখেন- ভূল্লী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সরকার আসাদুজ্জামান বাবু, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি; জনাব আব্দুর রাজ্জাক বাপ্পী। এছাড়াও উপস্থিত  অনেকেই বক্তব্য রাখেন।
শুভেচ্ছা কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার শেখানো হয়। আমরা এখান থেকে কম্পিউটার শিখে অনেক অনলাইন আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর প্রচেষ্টা করছি। কেউ চাকরি করার চেষ্টা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]