ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
জানুয়ারি ২০, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নাসিরা সুলতানা, (আদমদীঘি-বগুড়া) প্রতিনিধি:  আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরমে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত শুক্রবার (১৯ জানুয়ারী) রাত ৭টায় রেলওয়ে স্টেশনের ৫নং প্লাটফরম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, ওই নারী এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরমে এসে রাত যাপন করতো। গত শুক্রবার সন্ধ্যার পর সে রেলওয়ে স্টেশনের ৫নং প্লাটফরমে মারা গেলে জনতা রেলওয়ে থানায় খবর দেন।

রাতে পুলিশ নারীর মরদেহ উদ্ধার করে পরদিন গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। সে অসুস্থ্যের পাশাপাশি প্রচন্ড শীতের কারনে মারা যেতে পারে বলে স্থানীয় লোকজন জানান। সান্তাহার রেলওয়ে থানার
অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান। বিষয়টি নিশ্চিত করে বলেন. এ ঘটনায় সান্তাহার
রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com