ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিনের নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জানুয়ারি ২০, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(স্টাফ রিপোর্টার) সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি শনিবার বেলা ১১টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরীতে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় পরিচিতি সভায় সাংগঠনিক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যাপক মনসুর আলী, যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিদাতা এস এম মমতাজ হোসেন, কোষাধক্ষ অধ্যাপক শ্যামাপদ দাশ, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর সরদার ও সচিব মোঃ সোহরাব হোসেন, সদস্য আলহাজ লুৎফর রহমান, অধ্যাপক আবদুল হান্নান, ডাক্তার মোহাম্মদ আবদুল নূর, ইলা দেবী মল্লিক, এস এম শামসুর রহমান শেখ আনোয়ার হোসেন নিরঞ্জন কুমার, ডাক্তার আশরাফুল বারী, বীর মুক্তিযোদ্ধা মতলবুর রহমান, ব্যাংকার মোঃ আনোয়ার হোসেন ,রনজিত কুমার, ঠাকুর দাস কর্মকার, দুলাল কুমার দাশ, উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম অধ্যাপক হারুনা রশিদ প্রমূখ।

সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বয়স্ক ব্যক্তিদের ব্যক্তিগত সমস্যা ও পারিবারিক চিকিৎসা সহ ঔষধ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]