নাসিরা সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাকে চাল বোঝাই করে মোকামে না
পৌছে রাস্তায় ছিনতাই হওয়া তিন অটোরাইচ মিলের ৫৮ মেট্রিক টন চাল ও দুটি ট্রাক উদ্ধার
করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার
কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), একই
উপজেলার লোহাজার গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), উলট্র পূর্বপাড়ার বাবু
শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন
হোসেন (২৬) ও সাইদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) আনন্দনগর গ্রামের আব্দুস ছামাদের
ছেলে হাসান আলী (২৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জানুয়ারী বেলা ১১ টায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকার মেসার্স
সালমান অটোরাইস মিলে ঢাকা মেট্রো-ট-১৪-১৪৬৭ নম্বর ট্রাকে মোট ১৪ মেট্রিক টন
বোঝাই করে বেলা সাড়ে ৩টায় নারায়নগঞ্জ সানারপাড়া মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স
নামের চাল মোকামের উদ্দেশ্যে পাঠানো হয়। একই তারিখে বৈশাখী অটোরাইস মিলে বগুড়া-ট-১১-
১১৫৪ ও ঢাকা মেট্রো-ট- ১৬-০৩২৩ নম্বর পৃথক দুটি ট্রাকে ৩০ মেট্রিক টন চাল বোঝাই করে
বিকেল ৪টায় ঢাকা মিরপুর সততা রাইচ এজেন্সি মোকামে পাঠানো হয়। অপরদিকে গত ৮
জানুয়ারী দুপুর সাড়ে ১১ টায় আদমদীঘির কলাবাগান এলাকার মেসার্স বুশরা এগ্রোফুডস
রাইচ মিলে ঢাকা মেট্রো-ট- ১৬-৬১৩৮ নম্বর ট্রাকে ১৪ মেট্রিক টন চাল বোঝাই করে ঢাকা
উত্তর বাড্ডা মেসার্স পিরোজপুর রাইচ এজেন্সি নামক মোকামে পাঠানো হয়। তিন রাইচ মিল
থেকে পৃথক চার টি ট্রাকে ১ হাজার ১৫ বস্তায় ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মোট ৫৮
মেট্রিক টন চাল পাঠানো হয়। এদিকে নির্ধারিত সময়ে চাল বোঝাই ট্রা গুলো স্ব-স্ব মোকামে না পৌঁছে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। ফলে আদমদীঘি উপজেলা তিনটি অটোরাইস মিলের মালিকদের মনে নানা সন্দেহের সৃষ্ঠি হয়। এ ঘটনায় আদমদীঘি থানায়
মেসার্স সালমান অটোরাইস মিলের প্রোডাকশন ম্যানেজার ইচহাক আলী, বৈশাখী অটোরাইস
মিলের স্টোর ইনচার্জ এনামুল হক ও মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলের প্রশাসনিক
কর্মকর্তা মখলেছুর রহমান বাদি হয়ে পৃথক ভাবে আদমদীঘি থানায় অভিযোগ করেন। আদমদীঘি
থানার অফিসার রাজেশ কুমার চক্রবর্তী জানান চালসহ ট্রক ছিনতাই ঘটনার পর বিভিন্ন
প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার একটি পেট্রোল পাম্পের নিকট
থেকে চাল বোঝাই একটি ট্রাক ও ১টি খালি ট্রাক এবং নওগাঁর হাঁপানিয়া এলাকার একটি
গুদাম থেকে অবশিষ্ট চালসহ মোট ৫৮ মেট্রিক টন চাল উদ্ধারসহ উল্লেখিত ৬জনকে গ্রেফতার করা
হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক ভাবে চাল ছিনতাইয়ের কথা স্বীকারে করে। #
বগুড়া আদমদীঘিতে এক বৃদ্ধের লাশ উদ্ধার
নাসিরা সুলতানা ,, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শীতের প্রকোপ বেড়েই চলেছে। শীতের
কারনে অনেকেই ঘর থেকে বেড় হচ্ছেনা। এদিকে শীতের তীব্রতায় সান্তাহার থেকে আয়েজ উদ্দিন
(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১৩ জানুয়াররী) সকালেসান্তাহার স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাবের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। মৃত
আয়েজ উদ্দিন নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত শনিবার ভোর রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের প্রেসক্লাবের পাশে
আয়েজ উদ্দিন নামের ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার ফাঁড়িতে সংবাদ দেন। এরপর
পুলিশ লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে মৃত ব্যক্তির স্বজদের নিকট লাশ হস্তান্তর করা হয়। সান্তাহার পুলিশ
ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার জানান, বৃদ্ধ ব্যক্তিটি প্রেসক্লাবের গলিতে রাত যাবত
করতো। তীব্র শীতের কারনে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ
ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।