ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ৩ টি নৌকা, ২টি স্বতন্ত্র জয়ী

বার্তা বিভাগ
জানুয়ারি ৯, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার ৭ জানুয়ারি রাতে গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাহিদ রসুল এ ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) প্রতীকে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পান ৪৩ হাজার ৪৯১ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর (ট্রাক) প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজুল হক সরকার (ঈগল) পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১ হাজার ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সংসদ মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ১৬ হাজার ৫৮৬ ভোট।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা) এক লাখ সাত হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]