মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ভাইস চেয়ারম্যান ও লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় শওকতের বিরুদ্ধে। আজ রবিবার দুপুরে বাশারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছাকাছি বাশারের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
আঘাতে জাকির হোসেন সাদেকসহ দুই কর্মীর মাথা ফেটে গেছে। আওয়ামী লীগের সমর্থক ও বিএনপির লোকজন যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাকির হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সপরিবারে ভোট দিতে যান উপজেলা ভাইস চেয়ারম্যান। সেখানে ভিডিও চিত্র ধারণ নিয়ে স্থানীয় শওকতের সাথে বাকবিতণ্ডা হয়। পরে কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।