আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ -৩ আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় সাটুরিয়া ও মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা অব্যাহত রেখেছে।
সোমবার (৮ জানুয়ারী) বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও তার পরিবারবর্গকে শুভেচ্ছা জানান সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট, যুগ্মসাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, আওয়ামী লীগ নেতা এম এ ইরাদ কোরাইশী ইমন, জেলা ছাত্রলীগ সভাপতি এমএ সিফাদ কোরাইশী সুমন সহ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বেসরকারি ফলাফল অনুযায়ী
মানিকগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ মালেক ১ লাখ ২৬ হাজার ৭’শ ২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন মাত্র ৫ হাজার ৩’শ ৯১ ভোট। এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।