ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন কে যুদ্ধের মধ্যেই বরখাস্ত করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিনে তাকে বরখাস্ত করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এলি কোহেনের স্থলে নতুন দায়িত্ব পালন করবেন ইসরাইল কাটজ। তবে বিষয়টি অনুমোদন হতে হবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে।
এরই মধ্যে গাজা যুদ্ধের তৃতীয় মাস শেষ হতে চলেছে। বিশ্ব জনমতের পাশাপাশি বিশ্বের সরকারগুলোর পক্ষ থেকে চাপের মধ্যে রয়েছে দেশটির শাসক গোষ্ঠী।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুদ্ধে ইসরায়েলের কোনও অর্জনের বিষয়ে অন্য দেশকে জানাতে সফল হননি এলি কোহেন। এই কারণে ইসরায়েলের বিরুদ্ধে জনগণের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে সারা বিশ্বে।
এছাড়া ইতালিতে গত ২৭ আগস্ট এলি কোহেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন।
কিন্তু এই বৈঠকটি ক্যামেরার আড়ালে ছিল না হওয়ায় তা জনমনে চরম বিরোধ তৈরি করে। এর ফলে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মংঘোশ দেশটির জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে পড়ায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে।
এই ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে লিবিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং এর ফলে ইহুদিবাদী সরকার ও লিবিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া চরমভাবে বাধাগ্রস্ত হয়।
এই ঘটনাকে তথ্য সুরক্ষায় কোহেনের দুর্বলতার জন্য দায়ী করে ইহুদিবাদী মিডিয়া এবং তাকে বরখাস্ত করার দাবিও জানো হয়। কিন্তু তখন তা করেননি নেতানিয়াহু সরকার এবং বর্তমানে বিরোধ তীব্র হওয়ার পর তিনি কোহেনকে বরখাস্ত করেছেন।- রয়টার্স