“চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতাল” দিন দিন রোগিদের আস্থা ও আশ্রয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। ফলে হাসপাতালটির কার্যক্রম ও পরিধিও ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। যা গোটা চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহৎ সেবাদানকারী হাসপাতাল হিসেবে ব্যাপক পরিচিতি।
ডিরেক্টর(এডমিন) ডা. মো নুরুল হক এর সাথে কথা বলে জানা যায়, মূলত রোগিদের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ দায়িত্বশীলতা ও জবাবদিহিতা ফল আজকের এ সাফল্য। এখানে স্বল্প খরচে, যথাযথ মানসম্মত সেবা গ্রহণের ব্যবস্থা রয়েছে। ফলে জনমনে অত্র হাসপাতালের প্রতি বিশ্বাস ও আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ডা. মো: নুরুল হক রাজশাহী মেডিকেল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে পিজি হাসপাতাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে “ IPGMNR(BSMMU) -শিশু সার্জারি” এর উপর দু’বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন।
১৯৯৩ সালে প্রথম মেডিকেল অফিসার (শিশু সার্জারি) হিসেবে অত্র হাসপাতালে যুক্ত হন তিনি। ২০০২ সালে সহকারি পরিচালক, ২০০৮ সালে উপ-পরিচালক(প্রশাসন), ২০১২ সালে ভারপ্রাপ্ত পরিচালক এবং ২০১২ -বর্তমান প্রায় ২১ বছর ধরে তিনি একজন সফল পরিচালক(প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ১৯৬১ সালের পহেলা জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি আরও বলেন, রোগিদের জন্য অধিকাংশ সুযোগ-সুবিধা অত্র হাসপাতালে বিদ্যমান রয়েছে। আমরা যথাযথ দায়িত্বশীলতা সাথে রোগিদের সেবা করতে চাই। কোন ধরনের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণে আমরা আপোষহীন।