ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ, খুশি শিক্ষার্থীরা

বার্তা বিভাগ
জানুয়ারি ১, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার।
সোমবার (১ জানুয়ারি) সকালে
৮৮ নং শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে তিনি নতুন বইয়ের গন্ধ ছড়িয়ে দেন। এছাড়া তিনি শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন।এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লুবনা আক্তার আনন্দ উদ্বেলিত কন্ঠে জানান, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আমরা অত্যন্ত খুশি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হাসান জানান, সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়।
জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, চলতি শিক্ষাবর্ষে মানিকগঞ্জের ৬৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার সকল প্রাথমিক বিদ্যালয় ১ লক্ষ ৮২ হাজার ২৭ জন এবং ২০৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ এক লক্ষ ২৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়। তিনি বলেন, নতুন বইয়ের গন্ধ শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াবে। সেই আলোর প্রজ্জলন দেশকে আলোকতিত করবে। নির্মিত হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ যারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com