হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নিহত কৃষকলীগ নেতা সিরাজুল সিকদারের দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের কৃষকলীগের ওর্য়াড কমিটির সাধারন সম্পাদক সিরাজুল সিকদার।
হিজলা-মেহেন্দীগঞ্জের এম পি পংকজ নাথ ও নৌকা সমর্থিত প্রার্থী ড. শাম্মী আহমেদের সমর্থকদের মাঝে সংর্ঘষ হয়।
সেখানে পড়ে গিয়ে সিরাজুল ইসলাম আহত হয়।
তখন বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সিরাজ সিকদার কে মৃত্যু ঘোষণা করেন।
শনিবার নিহত সিরাজুলের ময়নাতদন্ত শেষে লাশ হিজলায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
তখন পরিবারের সদস্যেদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আছরবাদ জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
কৃষকলীগ নেতার জানাযায় অংশগ্রহণ করেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাবউদ্দিন,জেলা আওয়ামীলীগের সদস্য সাজাহান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল লতিফ খান, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজুর রহমান,কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সি মোঃ এছহাক আমিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।