ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চরভদ্রাসনে অবৈধ বালুর খোলায় অভিযান, ভেকু ড্রাইভারকে সাত দিনের জেল

বার্তা বিভাগ
ডিসেম্বর ৩০, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি:-

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ বালুর খোলায় অভিযান চালিয়ে আরিফ ভুইয়া (১৮)নামে এক ভেকু ড্রাইভারকে সাত দিনের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের টিলারচর গ্রামে ওই বালুর খোলায় অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত পদ্মা নদীর তীর রক্ষা স্থায়ী বাঁধে সম্প্রতি ভাঙ্গন দেখা দিলে ওই এলাকায় বালু ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করেন প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বালুর ব্যবসা চালিয়ে যান এমপি ডাঙ্গী নিবাসী মৃত রোকন শেখের পুত্র আবুল খায়ের (৫৬)।

ওই দিন সন্ধ্যায় ভোটার উদ্বুদ্ধ করণ সভা শেষে ফেরার পথে পদ্মানদীর তীর ও রাস্তা ঘেঁসে বালু কাটতে দেখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ। এসময় বালুকাটা বন্ধের নির্দেশ দেন তিনি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসে ভেকু চালক আরিফকে সাত দিনের জেল প্রদান করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ও সঙ্গীয় পুলিশ সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com