হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গত ৭ অক্টোবর থেকে বতমান পযন্ত পাঁচ শতাধিক ইসরায়েলি সৈন্য, কর্মকর্তা ও সংরক্ষক (রিজার্ভ সেনা) নিহত হয়েছে।এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
নিহত সৈন্যের অধিকাংশই গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়। ৭ অক্টোবর হামাসের হাতে নিহত হন কমপক্ষে ২৭৪ জন সৈন্য এবং ৩৮ জন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা (যারা বেসামরিক নাগরিক কিন্তু আইডিএফের তালিকভুক্ত গণ্য করা হয়)।
এখন পর্যন্তগাজা উপত্যকায় স্থল অভিযানের সময় ১৬৭ জন আইডিএফ সৈন্য নিহত হয়েছে। অপরদিকে যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের হামলায় নিহত হয়েছে ৯ জন সৈন্য। এছাড়াও পশ্চিম তীরে হামলায় দুই সেনা নিহত হয়েছে।-আল-জাজিরা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]