ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সচেতনতার অভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এইচ.আই.ভি ভাইরাস

বার্তা বিভাগ
ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সানওয়ার হোসেইন, স্টাফ রিপোর্টার:
”কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭শে ডিসেম্বর২০২৩ রাজধানীর ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট হাসপাতাল অডিটরিয়ামে বিশ্ব এইডস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় কারণে উপস্থিত হতে পারেন নি।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও বক্তব্য রাখেন- মো: সাইদুর রহমান,অতিরিক্ত সচিব ( বিশ্ব স্বাস্থ), ডা: আমেদুল কবির, এডিশনাল ডিজি এবং মিডিয়া ব্যক্তিত্ব ডা: আব্দুল নুর তুসার প্রমূখ।

ডা: মো: মাহফুজার রহমান সরকার, লাইন ডিরেক্টর, টিবিএল এন্ড এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর; তিনি বলেন ২০২৩ সালে নতুন করে ১২৭৬ জনের মধ্যে এইচআইভি ভাইরাস শনাক্ত এবং ২৬৬ জন মারা গেছে । এর মধ্যে সাধারন জনগনের মধ্যে প্রায় ২৮% যা সর্বোচ্চ আক্রান্ত এবং বিদেশ ফেরত জনগনের মধ্যে মোট আক্রান্তের ১৭.৬%।
কিন্তু সরকারি বা বেসরকারি ভাবে সাধারন জনগন এবং বিদেশ ফেরত জনগনের মধ্যে প্রতিরোধের কোন কার্যক্রম নেই । যার ফলে দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে প্রত্যেক বক্তা উৎবেগ প্রকাশ করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সংশ্লিষ্টি সরকারি এবং বেসরকারি দাতা সংস্থাক আহ্বান জানান। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের সকলকে চিকিৎসা আওতায় নিয়ে আসা এবং তাদের পরিবার সহ অন্যান্য আত্নীয়দের সচেতন করা যাতে তারা বৈষম্যের স্বীকরা না হয় এ বিষয়ে আহ্বান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ছাড়াও দাতা সংস্থা , বিভিন্ন এনজিও এবং তাদের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com