সানওয়ার হোসেইন, স্টাফ রিপোর্টার:
“আশার প্রদীপ” এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়। জাতিসংঘের স্লোগান “সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায়-বিচার”- প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস বর্ণাঢ্য ভাবে উৎযাপন করে “আশার প্রদীপ”।
আশার প্রদীপ একটি নারী উন্নয়ণ সংস্থা যা এইচআইভি পজিটিভ নারীদের জন্য এবং এইচআইভি পজিটিভ নারীদের দ্বারা পরিচালিত। এইচআইভি পজিটিভ নারীদের তাদের অধিকার সম্পর্কে জানা এবং সেই অধিকার নিশ্চিত করতে আশার প্রদীপ ই দিবসটি উৎযাপন করে।
মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা এবং র্যালির আয়োজন করে নারী উন্নয়ণ সংস্থাটি ।
“আশার প্রদীপ” মনে করেন- বৈষম্যমূলক সামাজিক প্রথা, আইনের প্রয়োগ, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে দুর্বলতা দুর করে এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমেই নারী প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার নিশ্চিতকরণ সম্ভব ।