ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে ড. শাম্মী আহমেদ এর গণসংযোগ

বার্তা বিভাগ
ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হিজলা -বরিশাল প্রতিনিধি: বরিশালে আগামী ২৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় ২৭শে ডিসেম্বর দুপর সাড়ে ১২ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ গণসংযোগ ও প্রচারণা লক্ষ্য করা যায়।

জানা যায়, বরিশাল জেলা আওয়ামীলীগের উদ্যোগ আগামী ২৯শে ডিসেম্বর ২০২৩ ইং তারিখে এক বিভাগীয় জনসভার আয়োজন করা হবে।

এ জনসভায়, বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

উক্ত জনসভায় হিজলা উপজেলা থেকে যাতে বিপুল সংখ্যক লোক সমগম হয়, সে লক্ষে আজ দুপর সাড়ে ১২ টার সময় উপজেলা সদর বড়জালীয়া ইউনিয়ন হরিনাথপুর ইউনিয়নের হরিথপুর বাজার হয়ে গুয়াবাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গনসংযোগ কালে ড.শাম্মী আহমেদ বলেন, আমি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী মাত্র।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালের মানুষ কে অনেক ভালোবাসেন।

তাই  আগামী ২৯ শে ডিসেম্বর ২০২৩ তারিখ ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগ দেয়ার আহ্বান করছি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার, সহ সভাপতি নজরুল ইসলাম মিলন, সহ সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন শাহনেওয়াজ,আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর মোরসেদ টিটু, যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রকি ও  বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]