ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জন করতে মহিলা দলের লিফলেট বিতরণ

বার্তা বিভাগ
ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁও জেলায় লিফলেট বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।

২৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে এগারো টায় ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন হাট বাজারে ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সাধারণ সম্পাদক নাজমা পারভীনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন। তারা এ নির্বাচন বর্জনের আহ্বান জানান। মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, অবৈধ সরকারের একতরফা নির্বাচন বর্জন করতে সাধারণ মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছ। এই অবৈধ একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই একতরফা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাজানো, পাতানো, শেখ হাসিনার অবৈধ ডামি নির্বাচন বয়কট করে শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com