নাসিরা সুলতানা, (আদমদীঘি -বগুড়া) প্রতিনিধি : প্রদীপ প্রামানিক জয় (একুশের বানী) কে সভাপতি ও সজীব হাসান (উত্তরের দর্পন) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ঠ সান্তাহার সিটি প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সান্তাহার আল আমিন মার্কেটের ২য় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই নয়া কমিটি গঠন করা হয়। প্রদীপ প্রমানিক জয়ের সভাপতিত্বে কমিটির অপর সদস্যরা হলেন সহ
সভাপতি আতিকুর নহান (মুক্ত সকাল), সাংগঠনিক সম্পাদক নাসিরা সুলতানা (ডি সোস্যাল
টাইমস), দপ্তর সম্পাদক শারমিন সুলতানা (দিপ্ত নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিলাশ চন্দ্র
বর্মন (সনাতন ট্রিবিউন), কার্যকরি সদস্য সামসুল ইসলাম (খবরপত্র), আব্দুল্লাহ আাল সাফায়ে
শামীম (নতুন দিন), মেরজুল ইসলাম (দৈনিক বগুড়া). রাবেয়া সুলতানা (বাংলার দুত) ও শিমুল হাসান
(আমার বাংলাদেশ)।