ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে কর্জে হাসানা টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বার্তা বিভাগ
ডিসেম্বর ২৬, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মো.বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার:-

নোয়াখালীর চাটখিলে মসজিদ ভিত্তিক কর্জে হাসানা টিমের উদ্যোগে আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১.৩০ মিনিটের সময় চাটখিল দক্ষিণ বাজার বায়তুল আমান জামে মসজিদ সম্মুক্ষে ঋণের চেক প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সুদের ভয়াবহ গুনাহ থেকে সমাজের মানুষের মুক্তি লক্ষ্যে প্রতিষ্ঠিত চাটখিল দক্ষিণ বাজার বায়তুল আমান জামে মসজিদভিত্তিক কর্জে হাসানা টিমের উদ্যোগে, কারী মোহাম্মদ উল্ল্যাহ মার্কেটের কেয়ারটেকার ও বায়তুল আমান জামে মসজিদের মুসল্লী মো.শাহজাহানের মেয়ের বিয়েকে সহজ
করার উদ্দেশ্যে, দশ হাজার টাকার ঋণের চেক প্রধান করা হয়।

যাহা সম্পূর্ণ বিনা লাভে নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক কিস্তি আকারে পরিশোধ করবেন।

এই সময় উপস্থিত ছিলেন কর্জে হাসানা টিমের টিম লিডার ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মওলানা মো. রাকিব উদ্দিন। টিম পরিচালক মো. শাফায়াত হোসেন। কোষাধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ, টিম মেম্বার মাওলানা মো. রহমত উল্ল্যাহ,টিম মেম্বার মো.বেলাল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com