ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বার্তা বিভাগ
ডিসেম্বর ২১, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমিন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় জেলার পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার সময় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলির সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট্রি এ.কে.এম ছামিউল আলম কুরসির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) মো. তারিফ-উল-হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।

অনুষ্ঠানে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহকারি কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুল, জেলা বিআরটিসির সহকারী পরিচালক মাহবুল কামাল।
প্রশিক্ষণের মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]