দুইটি যুদ্ধজাহাজ লোহিত সাগর ও এডেন উপসাগরে মোতায়েন করেছে ভারত। ইসরাইল অভিমুখী জাহাজে লোহিত সাগরে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন ইয়েমেনের প্রচণ্ড উত্তেজনা চলছে ইসরাইল ও আমেরিকার সাথে তখন ওই এলাকায় দুইটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠালো ভারত।
ইয়েমেনের হুতি গোষ্ঠীর ইসরায়েলমুখী জাহাজে একের পর এক আক্রমণে ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্ক ফোর্স গঠনের পরেই এই পদক্ষেপ নেয়া হলো। আইএনএস কোচি এবং আইএনএস কলকাতাকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত বৈশ্বিক বাণিজ্যে জাহাজের এক ষষ্ঠাংশ ব্যবহার করে এই পথ।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ নিয়েছে। এছাড়া তারা ঘোষণা দিয়েছে, গাজায় দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর দিয়ে চলাচল করতে দেবে না ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী অন্য কোনো দেশের জাহাজ।
ভারত ও আমেরিকা ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।