ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ উপজেলার নতুন কারিকুলামে সাত দিন ব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৮, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(স্টপ রিপোর্টার) সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ০৯টায় কালীগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় নতুন কারিকুলামে শিক্ষকদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

ডিসেমিনেসন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণীর বিষয়ভিত্তিক শ্রেণীর শিক্ষকগণের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দিপু এর সভাপতিত্বে ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবুর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ব্যান্ডবাইজ কর্মকর্তা কর্মকর্তা নাসিম শাহাদাত, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহ এরমধ্যে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি মাদ্রাসার ৭৫৪ জন শিক্ষক এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নতুন প্রজন্মকে শিক্ষা নিয়ে যোগ্যতা অনুযায়ী কারিকুলাম শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রাপ্ত শিক্ষা যথাযথ প্রয়োগ করবে।

৫২টি দেশের কারিকুলাম দেখে গবেষণালব্ধ শিক্ষা কার্যক্রম। এই প্রশিক্ষণের উদ্দেশ্য বিশ্বমানের নাগরিক তৈরি করা। শিক্ষকদের জ্ঞান দক্ষতা যোগ্যতা ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষা দিতে নতুন কারিকুলাম বাস্তবায়নে সহযোগিতা করবে। উক্ত প্রশিক্ষণ ১৮-১৯ ২০ ২১, ২২ ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com