ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরনার প্রতিবেদন থেকে জানা যায় ,ওই ব্যক্তি মোসাদের সঙ্গে এবং বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের গোপনীয় তথ্য সরবরাহ করতেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি ইরনার প্রতিবেদনে।
ওই ব্যক্তিকে এ অভিযোগে কবে, কখন গ্রেফতার করা হয়েছিল তাও স্পষ্ট নয়। যদিও ইরনা জানিয়েছে, আদালতে আপিল করেছিলেন ওই ব্যক্তি। তবে তা প্রত্যাখ্যান হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুদণ্ড সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে কার্যকর করা হয়।-রয়টার্স
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]