ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করলো বৃহৎ দুই শিপিং কোম্পানি

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৬, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মার্স্কসহ দু’টি কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে আর কোনো বাণিজ্যিক জাহাজ চালাবে না এ দুই কোম্পানি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনীর হুমকির মুখে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

শুক্রবার রাতে ডেনমার্কের মার্স্কসের পাশাপাশি জার্মানির শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েডও একই ঘোষণা দিয়েছে।

সম্প্রতি ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।সাথে সাথে তারা ঘোষণা দিয়েছে, ইসরায়েলের উপকার হয় এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড লোহিত সাগর দিয়ে হতে দেবে না তারা। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঘোষণা দিয়েছে ইয়েমেন।

ডেনমার্কের শিপিং কোম্পানি মার্স্ক গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে বৃহস্পতিবার তাদের একটি জাহাজে ড্রোন হামলা হয় এবং শুক্রবারও তাদের আরেকটি জাহাজ একই স্থানে একই ধরনের হামলার মুখে পড়ে।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে ওই কোম্পানির জাহাজ চলাচল বন্ধ থাকবে।

এদিকে, লোহিত সাগরে সম্প্রতি ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর হামলার কবলে পড়ে জার্মানির শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েডেরও একটি জাহাজ। গতরাতে কোম্পানিটি বলেছে, এটিও লোহিত সাগর দিয়ে আপাতত আর কোনো জাহাজ চালাবে না।

-আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]