ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হইলেই, মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধিও বন্ধ হইয়া যাইবো’

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৬, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ জুয়েল রানা,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া :

‘মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ কইরা দেন! ভাতা বন্ধ কইরা দিলেই দেখবেন, দেশে আর মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়বে না! কারণ, অনেক অমুক্তিযোদ্ধাই লাখ লাখ টাকা ‘ঘুষ’ দিয়া আজ মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাইতাছে।

মুক্তিযোদ্ধা হওয়ার পর প্রতি মাসে ২০ হাজার টাকা কইরা ‘মুক্তিযোদ্ধা ভাতা’ পাইয়া এক বছরের মধ্যেই হেরা (অমুক্তিযোদ্ধা) তাদের পূঁজি (প্রদেয় ঘুষ) উঠাইয়া নেয়!’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রচন্ড ক্ষোভের সঙ্গে উপরোক্ত কথাগুলো বললেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, কণিকাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]