মানিকগঞ্জ, প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সকাল সাতটায় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণপূর্বক দিবসটির শুভ সূচনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার ও পুলিশ সুপার গোলাম মোহাম্মদ আজাদ খান পিপিএম বার।
এরপর একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন- জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা পরিষদ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস,
মানিকগঞ্জ পৌরসভা, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে বিজয় দিবসে বেলুন ফোলানোর সময় গ্যাস বিস্ফোরণ আনোয়ার হোসেন (৫০)নামে এক বেলুন ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক বেলুন ব্যবসায়ী। শনিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ থানারঅফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিল হোসেন জানান।