ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৪, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে প্রস্তাবিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব চত্বরে প্রস্তাবিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,জুনাইদ কবির সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে শহরের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com